পরের বছর আই লিগ জয়ী দল খেলবে আইএসএলে

এএফসি-র রোডম্যাপ অনুযায়ী এবারের আই লিগ চ্যাম্পিয়ন দল (২০২২-২৩) আগামী মরশুমেই (২০২৩-২৪) আইএসএলে খেলার সুযোগ পাবে।

Must read

নয়াদিল্লি, ৫ নভেম্বর : এএফসি-র (AFC) রোডম্যাপ অনুযায়ী এবারের আই লিগ চ্যাম্পিয়ন দল (২০২২-২৩) আগামী মরশুমেই (২০২৩-২৪) আইএসএলে খেলার সুযোগ পাবে। তার জন্য এএফসি-র লাইসেন্সিং শর্তাবলি পূরণ করতে হবে আই লিগে ক্লাবগুলিকে।

আরও পড়ুন-বুমোসদের সামনে মুম্বইয়ের চ্যালেঞ্জ, পোগবাকে ছাড়াই অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান

শনিবার ফেডারেশন সচিব সাজি প্রভাকরণ বলেন, ‘‘আমরা নিশ্চিত করেই জানাচ্ছি, এই মরশুমের আই লিগ জয়ী দল সরাসরি আগামী মরশুমে আইএসএলে খেলার সুযোগ পাবে। তবে এএফসি-র ক্লাব লাইসেন্সিং শর্তাবলি পূরণ করতে হবে আই লিগের ক্লাবগুলিকে। ফেডারেশনের লিগাল টিম সবুজ সংকেত দিয়েছে এএফসি নির্ধারিত রোডম্যাপ মেনে এগোনোর জন্য।’’

Latest article