সংবাদদাতা, কাটোয়া : গরমে ফুটছে পূর্ব ও পশ্চিম বর্ধমান। তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। জারি হয়েছে সতর্কতা। এই পরিস্থিতিতে মন্ত্রী স্বপন দেবনাথ রাজ্য সড়কের হেমায়েতপুর মোড়ে রোদে দাঁড়িয়ে বাস, লরি থামিয়ে চালক, খালাসি ও যাত্রীদের ঠান্ডা জলের বোতল বিলি করলেন। মন্ত্রীর কথায়, ‘লু বইছে জেলায়। নিরুপায় হয়ে যাঁরা রাস্তায় বেরোচ্ছেন তাঁদের জল খাওয়াচ্ছি। তাপপ্রবাহ থেকে রেহাই পেতে কী কী করতে হবে, সে ব্যাপারে বোঝাচ্ছি।’
আরও পড়ুন-স্বস্তির বৃষ্টি পাহাড়-সমতলে, ২ জেলায় পড়ল শিলা
পাশাপাশি গরম থেকে মানুষকে বাঁচাতে জলসত্র খুলল কাটোয়া পুরসভা। পুরপ্রধান সমীরকুমার সাহা, কাউন্সিলর তথা শহর তৃণমূল সভানেত্রী শুভ্রা রায় জানান, ‘বহু মানুষকে নানা প্রয়োজনে পুরসভায় আসতেই হয়। পুরসভা লাগোয়া কাছারি রোড দিয়ে সবসময় বহু মানুষ যাতায়াত করেন। তীব্র দহনে বাঁচাতেই পরিস্রুত ঠান্ডা জল, ওআরএস, প্রয়োজনে ওষুধপত্র দিচ্ছে পুরসভা।