অ্যাথেন্স : গ্রিসে আয়োজিত ১২তম ইন্টারন্যাশনাল জাম্পিং মিটে লং জাম্পে সোনা জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। তিনি ৮.৩১ মিটার লাফিয়ে সোনা জিতে নেন। তবে টোকিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা মুরলীর (Murali Sreeshankar) এটা সেরা লাফ নয়। গত মাসে তিনি ৮.৩৬ মিটার লাফিয়েছিলেন। তা জাতীয় রেকর্ড। তবে এই মিটে মাত্র তিনজন লং জাম্পার আট মিটারের বেশি লাফিয়েছেন। সুইডেনের থোবিয়াস মন্টলার ৮.২৭ মিটার লাফিয়ে রুপো জিতেছেন। ৮.১৭ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ফ্রান্সের জুলেস পোমেরি।
আরও পড়ুন: অভিষেকের সমাবেশের আগে হলদিয়ায় অভিনব কর্মশালা তৃণমূল কংগ্রেসের