চাহিদা বাড়ায় সক্রিয় বিদ্যুৎ বণ্টন নিগম

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : গত দশ বছরে রাজ্যে নতুন করে সৃষ্টি হয়েছে বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কারখানা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের (Power) চাহিদাও বেড়েছে। শিল্পক্ষেত্রে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে সুষ্ঠু সমন্বয় গড়ে তুলতে রাজ্যের (West Bengal) বিদ্যুৎ বণ্টন নিগম-এর পক্ষে দুর্গাপুরের একটি হোটেলে বুধবার হল ‘বাল্ক কনজিউমার সামিট’৷ অনুষ্ঠানে বিভিন্ন কারখানা প্রতিনিধি পাঠায়। দুর্গাপুর ও আসানসোলে বাণিজ্যিকভাবে বিদ্যুতের (Power) চাহিদা বাড়ায় নতুন করে ২৭০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানান নিগম কর্তারা। শিল্পপতিরা শিল্পক্ষেত্রে বিদ্যুৎ সংযোগের সমস্যার কথা তুলে ধরেন। বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবহারকারীরা কোনও সমস্যায় পড়লে ‘ডব্লিউবিএসইডিসিএল’-কে যাতে জানাতে পারেন এবং দ্রুত সমস্যার সমাধান হয় সেজন্য তাঁদের একটি হোয়াটসঅ্যাপ নম্বর ও মেইল আইডি দেওয়া হয়। সমস্যা জানালে দ্রুত সমাধান করা হবে বলে জানায় সংস্থা। গত কয়েক বছরে অন্ডালের কাজী নজরুল বিমাননগরীতে বেশ কিছু কলকারখানা গড়ে উঠেছে। সে জন্য শিগগিরই অন্ডাল ও জামুড়িয়াতে দুটি সাবস্টেশন তৈরি হবে বলেও জানান বণ্টন নিগমের কর্তারা। অনুষ্ঠানে ছিলেন রানিগঞ্জের বিধায়ক ও এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক প্রদীপ মজুমদার, সংস্থার চিফ ইঞ্জিনিয়ার অনীশচন্দ্র বীর, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার নিশীথ কুন্ডু সাহু প্রমুখ।

আরও পড়ুন: হরর-থ্রিলার অন্তরদৃষ্টির দ্বৈত চরিত্র নিয়ে হাজির ঋতুপর্ণা

Latest article