বিজয়ের অবসর

Must read

নয়াদিল্লি : কিছুদিন আগেই বিসিসিআইকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। দেশের হয়ে খেলার সুযোগ না পেয়ে বিদেশে খেলতে চেয়েছিলেন। সেই মুরলী বিজয় (Murali Vijay) সোমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। ভারতের হয়ে ৬১টি টেস্ট ছাড়াও ১৭টি ওয়ান ডে এবং ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন তামিলনাড়ুর ওপেনার। সোমবার তিনি (Murali Vijay) ট্যুইট করেন, ‘‘সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট বেশ কয়েকটা বছর ধরে চুটিয়ে খেলেছি। এটা আমার কাছে সম্মানের। আমার উপরে আস্থা রাখার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। এছাড়া তামিলনাড়ু ক্রিকেট সংস্থা, চেন্নাই সুপার কিংস এবং চেমপ্লাস্ট সানমারকেও ধন্যবাদ। আমার সতীর্থ, কোচ, মেন্টর ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাচ্ছি। আমার স্বপ্নপূরণে ওঁদের প্রত্যেকের বড় ভূমিকা ছিল। কঠিন সময়ে পাশে থাকার জন্য সমর্থকদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি।’’

আরও পড়ুন-এই সপ্তাহেই ছুটি ঋষভের

Latest article