সংবাদদাতা, বহরমপুর : বিদেশ থেকে আসা দু-একজনের কোভিড ধরা পড়ায় রাজ্যে নতুন করে কোভিডের বাড়াবাড়ি না থাকলেও সবরকম প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে সরকারি হাসপাতালগুলিতে। এ নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি শুরু করেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন-কোভিড মোকাবিলায় তৈরি থাকছে জেলাগুলি, অক্সিজেনের চাহিদা মেটাতে তৈরি দুর্গাপুর
মঙ্গলবার অধ্যক্ষ ডাঃ অমিত দাঁ, সুপার ডাঃ অনাদি রায়চৌধুরী-সহ চিকিৎসক প্রতিনিধিদল বহরমপুরের মাতৃসদন কোভিড হাসপাতাল পরিদর্শন করেন। অধ্যক্ষ ডাঃ অমিত দাঁ বলেন, ‘‘নিজেদের তৈরি রাখছেন চিকিৎসকরা, বেড, ম্যান পাওয়ার তৈরি রাখা হচ্ছে। জেলায় কেউ পজিটিভ না হলেও ঝুঁকি না নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার জন্য ২০টি, বহরমপুর মাতৃসদনে ৬৬টি বেড প্রস্তুত হয়েছে। প্রসূতি এবং শিশুদের জন্য করোনা বেডের ব্যবস্থা করা হয়েছে।’’