কমল মজুমদার, জঙ্গিপুর : মুর্শিদাবাদ জেলায় চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ৪ লক্ষ ৪২ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিল সরকার। সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে ইচ্ছুক অথচ নাম তোলা নেই এমন চাষিদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হল। নভেম্বরের শেষের দিকে পুরোদমে ধান কেনা শুরু হবে। ইতিমধ্যেই জেলাগুলিকে নজরদারির কথা জানিয়ে দিয়েছে রাজ্য। সাধারণত খোলা বাজারের তুলনায় সরকার নির্ধারিত দাম অনেক বেশি হয়। গত বছরের তুলনায় কুইন্টাল-প্রতি সহায়ক মূল্য ৭২ টাকা বাড়ানোর ফলে এবার কুইন্টালে ১৯৪০ টাকা দর পাবেন চাষিরা। পাশাপাশি নির্ধারিত সেন্টারগুলিতে ধান বিক্রি করলে আরও ২০ টাকা উৎসাহ ভাতা মিলবে। তাই সরকারের কাছে ধান বিক্রি করায় চাষিদের আগ্রহ রয়েছে।
আরও পড়ুন : বাঘের ভয়ে রাতপাহারা
জেলা খাদ্য দফতরের এক আধিকারিক বলেন, ১ নভেম্বর থেকে ইচ্ছুক চাষিদের নাম নথিভুক্তর কাজ শুরু হয়েছে। তবে আগে যাঁরা সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করছেন, তাঁদের নতুন করে নাম নথিভুক্তর প্রয়োজন নেই। এখনও অনেক জায়গায় ধান কাটার কাজ শেষ হয়নি। আশা করছি, নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতেই ধান কেনা পুরোদমে শুরু হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছর জেলার বিভিন্ন প্রান্তে মোট ১৯টি ধান ক্রয়কেন্দ্র খোলা হয়েছিল। এবছর সেগুলি ছাড়াও আরও ৬টি কেন্দ্র খোলার চিন্তাভাবনা নিয়েছে প্রশাসন।