গান নিয়ে যাঁরা জাতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, তাঁদের জন্য প্রয়োজনীয় বই ‘সংগীত বিদ্যা’। রচনা করেছেন শিল্পী আদিত্য বসু। লেখিকা সংগীতের অধ্যাপিকা। যুক্ত কয়েকটি সংগীত প্রতিষ্ঠানের সঙ্গে।
গবেষণাসমৃদ্ধ বইটিতে আছে তিনটি পরিচ্ছেদ। প্রথমে হিন্দুস্তানি উচ্চাঙ্গ সংগীত, কর্ণাটক সংগীত সংবলিত চারশো প্রশ্নের বাংলা ও ইংরেজি সমাধানপত্র। দ্বিতীয় পরিচ্ছেদে রবীন্দ্র সংগীতের চারশো প্রশ্নের বাংলা ও ইংরেজি সমাধানপত্র এবং তৃতীয় পরিচ্ছেদে আছে বিবিধ আসন্ন পরীক্ষার সম্ভাব্য প্রশ্নের চারশো পঞ্চাশটি প্রশ্নের সমাধানপত্র। বাংলা ও ইংরেজিতে।
আরও পড়ুন-আকবর থেকে রাসমণি, ইতিহাস ছুঁয়ে খয়রাকালী
সমগ্র বইটি প্রশ্ন-উত্তরের ধাঁচে লেখা। বিভিন্ন রাগ-রাগিণী, তাল, বাদ্যযন্ত্র, গায়ক-গায়িকা, রচয়িতা, সংগীতের বইপত্র ইত্যাদি বিষয়ে সাজিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন। সঙ্গে চারটি অপশন। শেষে উত্তর। ছাত্রছাত্রীরা সহজেই আত্মস্থ করতে পারবেন, উপকৃত হবেন। এই বই সমাদৃত হতে পারে আগ্রহী, বিদগ্ধ পাঠক ও শিক্ষক সমাজেও। যথেষ্ট পরিশ্রম রয়েছে বইটির পিছনে। সাহায্য নেওয়া হয়েছে সংগীত বিষয়ক বহু পুরোনো পুঁথি ও পুস্তকের। গভীর তত্ত্ব ও তথ্যগুলোকে প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। আলোকিত হয়েছে ভারতীয় সংগীতের বিবিধ দিক। এই কাজ খুব সহজ নয়। বলা যায়, অসাধ্য সাধন করেছেন লেখিকা। ম্যাক্স পাবলিশার্স প্রকাশিত বইটির দাম ৫৫০ টাকা।
আরও পড়ুন-কুৎসা না করে আগে ছবি দেখুন
কিশোর কবিতা সংগ্রহ
গাঙচিল থেকে প্রকাশিত হয়েছে অবশেষ দাসের ‘কিশোর কবিতা সংগ্রহ’। দীর্ঘদিন লিখছেন। নানা বিষয়ে লিখলেও ছোটদের মনের মতো ছড়া ও কবিতা রচনার জন্যই তৈরি হয়েছে পরিচিতি। জন্ম এবং বেড়ে ওঠা চিরসবুজ গ্রামে। তাই মনে এবং অক্ষরের ভেজা শরীরে লেগে রয়েছে সোঁদা মাটির গন্ধ। এই বইয়ের কবিতাগুলো অনেকাংশেই মাটির কাছাকাছি, তবে আধুনিকতায় মোড়া। ‘দিনবদলের গ্রাম’ কবিতায় তিনি লেখেন : ‘সবকিছু আজ বদলে গেছে, টুইটারে/ কোথাও এখন যত্ন করে থুই তারে!’ এইরকম অজস্র আশ্চর্য পঙ্ক্তি ছড়িয়ে রয়েছে পাতায় পাতায়। দেখা যায় বিষয়বৈচিত্র্য। মা, প্রকৃতি, ঋতু, লকডাউন, বই, বন্যা প্রভৃতির পাশাপাশি সংকলিত হয়েছে শঙ্খ ঘোষের প্রতি নিবেদিত কবিতা। কিছু কিছু কবিতা যেন বালকবেলার বৃত্তান্ত, কিশোরবেলার চালচিত্র। কোনও কোনও লেখায় মিশে রয়েছে নরম মান-অভিমান। কবিতাগুলোর হাত ধরে পৌঁছে যাওয়া যায় কোলাহলহীন এক আলোকালো জগতে। সবমিলিয়ে ভাললাগার জন্ম দেয়। ২০৮ পৃষ্ঠার বইটির দাম ৪০০ টাকা।