সেনা শাসনে এই প্রথম মায়ানমারে (Myanmar) একসঙ্গে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে। এই চারজনের মধ্যে একজন মায়ানমারের (Myanmar) প্রাক্তন সাংসদ। দোষী সাব্যস্ত হওয়ায় সেনা আদালত ওই চারজনকে মৃত্যুদণ্ড দেয়। তাঁদের বিরুদ্ধে দেশবাসীকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার অভিযোগ ছিল। যে চারজনের ফাঁসি হতে চলেছে তাঁদের মধ্যে রয়েছেন সুকির দলের প্রাক্তন সাংসদ ফিও জেয়া থ্য এবং সুকির ঘনিষ্ঠ কিও মিন য়ু। এই চারজনের পরিবার সরকারের কাছে ক্ষমা প্রার্থনার আর্জি জানিয়েছিল। কিন্তু সামরিক শাসক সেই আর্জি খারিজ করে দিয়েছে। জুন্টা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা এখনও সেনা আদালতের কাছে ক্ষমাপ্রার্থনার আরজি জানানোর চেষ্টা চালাচ্ছেন। তবে সেই আরজি মঞ্জুর হওয়ার কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: অপদার্থতার চূড়ান্ত! জীবিত সাক্ষীকে বেমালুম ‘মৃত’ ঘোষণা সিবিআইয়ের