যোগীরাজ্যে ৯ শ্রমিকের মৃত্যু

Must read

প্রতিবেদন : হঠাৎই প্রবল বিস্ফোরণ। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ভয়াবহ আগুন। শনিবার বিকেলে উত্তরপ্রদেশের হাপুর জেলার একটি রাসায়নিক কারখানার (Uttar Pradesh Chemical Factory Explosion) ঘটনা। এখনও পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ২১ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কারখানার ভিতরে সব শ্রমিককেই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার বিকেলে হাপুর জেলার ঢোলনা এলাকার এক রাসায়নিক কারখানায় একটি বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের (Uttar Pradesh Chemical Factory Explosion) সঙ্গে সঙ্গেই লাগে আগুন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরই কারখানার ভিতরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়। হাপুরের আইজি প্রবীণ কুমার জানিয়েছেন, রাসায়নিক তৈরির ওই কারখানায় বিস্ফোরণ ও আগুনে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ২০ জন। আহতদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন: অপদার্থতার চূড়ান্ত! জীবিত সাক্ষীকে বেমালুম ‘মৃত’ ঘোষণা সিবিআইয়ের

Latest article