প্রসূতির রহস্যমৃত্যু

এখন এই মৃত্যুর পিছনে কোনও পারিবারিক কারণ বা কন্যাসন্তান হওয়ার কোনও ভূমিকা আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Must read

প্রতিবেদন : কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে এক প্রসূতির দেহ উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, সোমবার স্ত্রীরোগ বিভাগের বাথরুমের পিছন থেকে এক প্রসূতির দেহ উদ্ধার হয়। কীভাবে তাঁর মৃত্যু হল তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। কমিটিতে আছেন পাঁচজন সদস্য। তাঁদের তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ঘটনার পর কলকাতার নগরপাল বিনীত গোয়েল বেনিয়াপুকুর থানার কাছে বিষয়টি বিস্তারিত ভাবে জানতে চান। তবে ওই প্রসূতির মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধন্দ।

আরও পড়ুন-কাশের বালিশ মুখ্যমন্ত্রীর ভাবনা রূপায়ণের পথে

ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খুঁটিয়ে দেখেছেন লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররাও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৫ দিন আগেই ওই মহিলা একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এখন এই মৃত্যুর পিছনে কোনও পারিবারিক কারণ বা কন্যাসন্তান হওয়ার কোনও ভূমিকা আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Latest article