সংবাদদাতা, আলিপুরদুয়ার : কালচিনি ব্লকের নিমতি ও ভার্নাবাড়ি দুই চা-বাগানে দুই হাতির (Elephant and Cub) রহস্যমৃত্যুতে চাঞ্চল্য এলাকায়। নিমতি চা-বাগানে একটি পূর্ণবয়স্ক মাদা হাতির মৃত্যু হয়েছে শনিবার সকালে। বাগানের শ্রমিকেরা জানান, সকালে একটি পূর্ণবয়স্ক হাতি বাগানে প্রবেশ করে ছুটতে থাকে। পরে হাতিটি বাগানে এক জায়গায় আচমকা পড়ে যায় এবং তার মৃত্যু হয়। অপরদিকে এক হস্তিশাবকের (Elephant and Cub) মৃতদেহ উদ্ধার হয়েছে ভার্নাবাড়ি চা-বাগানের নালা থেকে। শনিবার সকালে চা-বাগানের ১১ নং সেকশনে এক হস্তিশাবকের মৃতদেহ দেখতে পান বাগানের শ্রমিকেরা। তাঁরা খবর দেন বন দফতরে। হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার করেন। বন দফতরের প্রাথমিক ধারণা, হস্তিশাবকটি দলের সঙ্গে ছিল। চা-বাগানের নালা পেরোতে গিয়ে নালায় পড়ে তার মৃত্যু হয়। দুটি হাতির মৃতদেহই ময়নাতদন্তে পাঠিয়েছে বন দফতর। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আরও পড়ুন: নৃশংস খুন তৃণমূল কর্মী