সংবাদদাতা, ঝাড়গ্রাম : রবিবার সকালে ফের দলমার পূর্ণবয়স্ক এক দাঁতালের (Elephant- Lalgarh) রহস্যজনক মৃত্যু ঘটল লালগড় রেঞ্জের শালবনি লক্ষ্মণপুরের জঙ্গলের কাছে। পূর্ণবয়স্ক ওই দাঁতালটির মৃতদেহ ধানখেতের মাঝে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গত ১৭ অক্টোবর নয়াগ্রাম থানার বড়খাকড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরের এক ধানখেত থেকে মৃত অবস্থায় উদ্ধার হয় একটি স্ত্রী হাতি (Elephant- Lalgarh)। রবিবারের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন লালগড়ের রেঞ্জ অফিসার শ্রাবণী দে-সহ বনকর্মীরা। খবর ছড়িয়ে পড়ায় মৃত হাতিটিকে দেখতে সকাল থেকেই লক্ষ্মণপুরের পাশাপাশি হাতিলোট, রাঙামেটা, করমশোল গ্রামের মানুষজন ভিড় করেন। রেঞ্জ অফিসার বলেন, ‘‘কয়েকদিন ধরেই লক্ষ্মণপুর এলাকায় ১০-১২টি হাতির একটা দল ঘুরে বেড়াচ্ছে। পিরাকাটা এলাকায় রয়েছে আরও প্রায় ৩০টি হাতির দল। মাঠে মাঠে ধান পাকছে। খাবারের লোভে হাতির আনাগোনা বাড়ছে।” দলের সবথেকে বড় আকারের হাতিটির মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন বনকর্মীরা।