সংবাদদাতা, বারাকপুর : আগরপাড়া (Agarpara) নর্থ স্টেশন রোড এলাকার জয়িতা দাসের সঙ্গে দমদম পাইকপাড়া এলাকার রাহুল পোদ্দারের চলতি বছরের ২০ ফেব্রুয়ারি বিয়ে হয়। নবদম্পতি ৪ মার্চ হিমাচল প্রদেশে মধুচন্দ্রিমায় যান। শুক্রবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের কোন্নর জেলার পুলিশ জয়িতার বাড়িতে ফোন করে জানায় তিনি হিমাচল প্রদেশের কোন্নর জেলায় সুইসাইড পয়েন্টে পাহাড়ের খাদ থেকে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। আগরপাড়া (Agarpara) স্টেশন রোডের জয়িতা দাসের বাড়িতে এই মৃত্যুর খবর আসার পর শোকের ছায়া। পাহাড়ের খাদ থেকে পড়ে মৃত্যু হল স্ত্রীর আর প্রাণে বেঁচে গেলেন স্বামী রাহুল পোদ্দার! এই নিয়ে যথেষ্টই রহস্য দানা বাঁধছে আগরপাড়ার দাস পরিবারের মধ্যে। বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, এখনও পর্যন্ত মৃতার বাড়ির থেকে কোনও অভিযোগ করা হয়নি। কোন্নর থেকে রিপোর্ট পাওয়ার পরই সবটা বলা যাবে। দেহ বাড়িতে নিয়ে আসা-সহ সবধরনের সাহায্যের জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছে পরিবার।