প্রতিবেদন : শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদক মামলায় নাটকীয় মোড়। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরিয়ান মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের। প্রভাকরের আইনজীবী তুষার খাণ্ডারে জানিয়েছেন, শুক্রবার মুম্বইয়ের চেম্বুরে মাহুল এলাকায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রভাকরের মৃত্যু হয়েছে। যদিও প্রভাকরের হৃদরোগের কোনও সমস্যা ছিল বলে তাঁর আইনজীবী জানাতে পারেননি।
আরও পড়ুন-যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে, পাইলটের তৎপরতায় রক্ষা
উল্লেখ্য, কয়েক মাস আগে প্রভাকর অভিযোগ করেছিলেন, মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য তার উপর চাপ দেওয়া হচ্ছে। তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। প্রভাকরই প্রথম জানিয়েছিলেন যে, আরিয়ানকে জেল থেকে ছেড়ে দেওয়ার জন্য শাহরুখের ম্যানেজারের কাছ থেকে মোটা টাকা চাইছে এনসিবি। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে যে, এনসিবি-র আধিকারিক সমীর ওয়াংখেড়ে নাকি ফোনে গোসাভিকে প্রস্তাব দিয়েছিলেন প্রভাকর যেন আরিয়ানের বিরুদ্ধে মুখ খোলেন। প্রভাকর নিজেই এই তথ্য জানিয়েছিলেন। প্রভাকর হলেন শাহরুখপুত্র আরিয়ানের দেহরক্ষী বাহিনীর প্রধান গোসাভির টিমের অন্যতম সদস্য।
আরও পড়ুন-কলেজ ছাত্রদের রাজনীতির পাঠ
এখানেই শেষ নয়, সূত্রের খবর, শাহরুখের থেকে ২৫ কোটি টাকা আদায় করার জন্যই নাকি এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে আরিয়ানকে মিথ্যে মাদক মামলায় ফাঁসিয়েছেন। এবং তাঁর বিরুদ্ধে সাক্ষী ও তথ্য-প্রমাণ জোগাড়ের চেষ্টা করছেন। শনিবার মুম্বই পুলিশ জানিয়েছে, চেম্বুরের বাড়িতে শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রভাকর। ঘাটকোপারে রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বইয়ের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে এনসিবি। নিষিদ্ধ মাদক রাখা ও সেবন করার অভিযোগে৷
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…