যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে, পাইলটের তৎপরতায় রক্ষা

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতার উদ্দেশে ওড়ার সঙ্গে সঙ্গেই বিমানটির শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বন্ধ হয়ে যায়।

Must read

প্রতিবেদন : শনিবার রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান। বিমানটি রাঁচি থেকে কলকাতা আসছিল। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল। এদিন বিমানটি রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানের শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন-কলেজ ছাত্রদের রাজনীতির পাঠ

পরিবর্তে সেই যন্ত্র থেকে বিকট শব্দ হতে থাকে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গেই পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটি বিরসা মুন্ডা বিমানবন্দরে ফিরিয়ে আনেন। পাইলটের তৎপরতার কারণে ইন্ডিগোর কলকাতাগামী বিমানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-স্বৈরতন্ত্রের প্রতীক হল মোদি, বললেন শত্রুঘ্ন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতার উদ্দেশে ওড়ার সঙ্গে সঙ্গেই বিমানটির শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বন্ধ হয়ে যায়। সেইসময় শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে ঠান্ডার পরিবর্তে প্রবল শব্দ আসতে শুরু করে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় যাত্রীরা প্রবল আতঙ্কিত হয়ে পড়েন। যান্ত্রিক ত্রুটির কারণে এটা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। একই সঙ্গে তাদের দাবি, পাইলট সময়মতো বিমানটি ফিরিয়ে আনার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Latest article