রাম নবমীতে ছুটি, ঘোষণা করল নবান্ন

আগামী ১৭ এপ্রিল রামনবমী। জরুরি পরিষেবা বাদ রেখে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে এদিন ছুটি থাকবে বলেই ঘোষণা করা হয়।

Must read

বেশ কয়েক বছর ধরে রাম নবমীর উৎসবকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় দেখা দেয় বাংলায়। ২০২৩ সালের রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে তুলকালাম হয় বিভিন্ন এলাকায়। লোকসভা নির্বাচনের আগেই সেই রাম নবমীতে এবার ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjeee)। শনিবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। আগামী ১৭ এপ্রিল রামনবমী। জরুরি পরিষেবা বাদ রেখে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে এদিন ছুটি থাকবে বলেই ঘোষণা করা হয়।

আরও পড়ুন-নাগপুরে বিজেপির সভায় পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু

বিজেপি বারবার এটাই প্রতিষ্ঠা করতে চেয়েছে যে তৃণমূল কংগ্রেস সরকার রাম বিরোধী। সেখানে লোকসভা নির্বাচনের আগেই এই দিন ছুটি দিয়ে ঘোষণা করে চাপে পড়ে গেল বিজেপি। তাঁদের মিথ্যের ফানুস ফেটে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক ব্যাক্তিত্ত্বরা। বাংলায় আবার বিজেপি দেখাতে চায় যে রাজ্যে শাসকদল রাম বিরোধী। তাই রাম নবমীর মিছিলে বাধা দেওয়া হয়। কিন্তু এবার সেই যুক্তি খাটবে না। ২০২৩ সালে রিষড়া এবং হাওড়ায় হিংসার ঘটনা ঘটেছিল। যদিও পরে বিজেপিই সেখানে চাপে পড়ে যায়। এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে হনুমান জয়ন্তীতে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। মনে করা হচ্ছে স্থানীয় ধর্মীয় আবেগের কথা মাথায় রেখে সরকারি ছুটি ঘোষণার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া সম্প্রদায়ের আবেগকে সম্মান জানিয়ে গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনেও ছুটি ঘোষণা করেছেন তিনি। এবার রাম নবমীতে ছুটি ঘোষণা করলেন।

Latest article