চাকরি দেওয়ার নির্দেশ দিল নবান্ন

বিষয়টি নজরে আসে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সোমার বক্তব্য ছিল, অন্য কোনও চাকরি নয়, তিনি শিক্ষিকা হওয়ার স্বপ্ন সফল করতে চান।

Must read

প্রতিবেদন : আন্দোলন নয়, প্রশ্নটা ছিল মানবিকতার। সেই মানবিকতার পথ ধরেই ব্লাড ক্যানসারে আক্রান্ত সোমা দাসকে শিক্ষকতার চাকরি দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। এসএসসি-কে নবান্নের নির্দেশ, ৭ দিনের মধ্যে সোমাকে শিক্ষিকা পদে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নবম এবং দশম শ্রেণির বাংলার শিক্ষিকা হিসেবে তাঁকে নিয়োগের কথা বলা হয়েছে এসএসসি-র চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে। বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা শিক্ষকতার চাকরির দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন-শ্মশানের জমিতে প্রোমোটারি

বিষয়টি নজরে আসে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সোমার বক্তব্য ছিল, অন্য কোনও চাকরি নয়, তিনি শিক্ষিকা হওয়ার স্বপ্ন সফল করতে চান। হাইকোর্ট বিষয়টি মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার জন্য অনুরোধ জানায় রাজ্যকে। সোমাকে শিক্ষিকার চাকরি দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখার অনুরোধ জানানো হয় নবান্নকে। এরপরেই সোমাকে শিক্ষকতার চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে। রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে পদক্ষেপ করে থাকে। শিক্ষক নিয়োগ নিয়ে স্বচ্ছতার সঙ্গেই কাজ করছে সরকার।

Latest article