প্রতিবেদন : মৃতদেহ সৎকার (Funeral) করতে গিয়ে পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন এক শিশু সহ কমপক্ষে ১৭ জন শ্মশানযাত্রী। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন মহিলা ও একটি ৬ বছরের শিশু রয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন।
আরও পড়ুন : কেমন আছো দেশ আমার?
শনিবার ভোররাতে নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে রাজ্য সড়কের উপর মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটে। সৎকার করতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই ট্রাকটি। যেখানে মৃতদেহ নিয়ে ৪০ জন যাত্রী শ্মশান অভিমুখে যাচ্ছিলেন। উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার বাসিন্দা বৃদ্ধা শ্রাবণী মুহুরির মৃত্যুর পর তাঁর দেহনিয়ে সৎকার করতে যাচ্ছিলেন আত্মীয়, পরিজন ও প্রতিবেশি মিলিয়ে ৪০ জন শ্মশানযাত্রী। তাঁরা নবদ্বীপের দিকে যাচ্ছিলেন। রাত ২ নাগাদ নদিয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে শ্মশানযাত্রীদের ট্রাকটি। তাতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা।