নেত্রীর বিধানসভা কেন্দ্রের ৭০ নং ওয়ার্ডে অসীম বসুর প্রচারে ফুটবল পায়ে বাবুল সুপ্রিয়

Must read

কলকাতা : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭০ নং ওয়ার্ড। হাই প্রোফাইল। কারন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক। স্বভাবতই বাড়তি চাপ এই ওয়ার্ডের জনপ্রতিনিধির। অসীম বসু এই ওয়ার্ডের পুরনো কাউন্সিলর। আবারও পুরভোটের লড়াইে। দল তাঁর ওপরেই আস্থা রেখেছে। রবিবার সকালে শুরু করলেন প্রচার। তার আগে অবশ্য ফুটবল খেলা চলল। সঙ্গে বাবুল সুপ্রিয়।

জমিয়ে চলল ফুটবল। দুজনেই ফুটবল প্রেমি। ফলে সকাল বেলায় নিজেদের মধ্যে টিম করে একদফা খেলা হল। চা হল। বাবুল বললেন, তিনি মাঝেমধ্যেই ফুটবল খেলে থাকেন। মুম্বাইয়েও এরকম খেলার আয়োজন করতেন তিনি। দিল্লিতেও করেছেন।

আরও পড়ুন : Road Accident: নদিয়ায় পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৭ শ্মশানযাত্রী

প্রায় ২৯ বছর পর আবার কলকতায় এভাবে থাকার সুযোগ পেয়েছেন। আর এখন দল যখন যেভাবে দায়িত্ব দিচ্ছে সেভাবে কাজ করছেন। এই যেমন অসীম বসুর প্রচারে এলেন।

৭০ নং ওয়ার্ড ভবানীপুর বিধানসভার মধ্যে হওয়ায় কিছুদিন আগেই এই ওয়ার্ডের মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন। প্রচার পর্ব ছিল তুঙ্গে। ফলে একটা হোমওয়ার্ক করাই আছে অসীম বসুর। এই অন্চলে মিশ্র ভাষাভাষী মানুষের বসবাস। তাঁদের ঘরের ছেলে তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তাঁর ওপর ভরসা রাখায় সেই ভরসার মর্যাদা যাতে দিতে পারেন সেভাবেই মানুষের কছে পৌঁছবেন উন্নয়নের বার্তা ও কাজ নিয়ে।

Latest article