Tripura: পুরভোটে আমবাসায় খাতা খুলল তৃণমূল কংগ্রেস

Must read

প্রতিবেদন : মাত্র তিন মাস। সদ্য ত্রিপুরার(Tripura) মাটিতে সংগঠন শুরু করেছে তৃণমূল কংগ্রেস(TMC)। এর মধ্যেই তৃণমূলকে আপন করে নিয়েছে তার প্রমাণ মিলল। পুরভোটে(municipality Election)প্রথমবার ভিন রাজ্যের পুরো নির্বাচনী লড়াই করে একটি আসন দখল করল দল। পাশাপাশি প্রাপ্ত ভোটের নিরিখে বহু জায়গাতেই তৃণমূল উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন : নেত্রীর বিধানসভা কেন্দ্রের ৭০ নং ওয়ার্ডে অসীম বসুর প্রচারে ফুটবল পায়ে বাবুল সুপ্রিয়

রবিবার আগরতলায় ৬টি নগর পঞ্চায়েত এবং ১৩টি পুরসভায় ত্রিস্তরীয় নিরাপত্তাবলয়ে চলছে ভোট গণনা। সকাল ১১টা পর্যন্ত, আমবাসা পুর পরিষদের একটি আসনে জয় পেয়েছে তৃণমূল। ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুমন পাল। এছাড়াও একাধিক আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঘাসফুল। আগরতলা পুরসভায় আসন না পেলেও একাধিক ওয়ার্ডে কঠিন লড়াই দিচ্ছে ঘাসফুল শিবির। মোট প্রাপ্ত ভোটের নিরিখে সেখানকার ওয়ার্ড নম্বর ২০, ৫, ১৯ এবং ২১-এ দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। তবে ৫১ টি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে ১৯টিতে জয় পেয়েছে গেরুয়া শিবির।

এদিকে এই জয়ে রীতিমতো উজ্জীবিত ঘাসফুল শিবির। তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ত্রিপুরার মাটিতে রীতিমতো প্রতিকূল পরিবেশে নির্বাচন হয়েছে। ব্যাপক মারধর করা হয়েছে তৃণমূল প্রার্থীদের। কিছুর পরও বিজেপির বিরুদ্ধে যথেষ্ট ভালো লড়াই দিচ্ছে তৃণমূল। আশা করা হচ্ছে এই নির্বাচনে ঘাসফুলের ঝুলিতে আসবে আরো বেশ কিছু আসন।

Latest article