বৃষ্টিতে বিপর্যস্ত নাগপুর, জলের নিচে ১০ হাজার বাড়ি!

Must read

প্রতিবেদন : একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের নাগপুর (Nagpur Floods)। ভারী থেকে অতিভারী বর্ষণের জেরে নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। জলস্ফীতিতে ফুঁসছে নদী। ইতিমধ্যেই জলের তলায় ১০ হাজার বাড়ি। জলের তোড়ে ভেসে গিয়েছেন ৪ জন। তাঁদের মধ্যে একজন পঙ্গু মহিলাও রয়েছেন। জানা গিয়েছে, নাগপুরের সুরেন্দ্রগড়ে অতিভারী বৃষ্টির (Nagpur Floods) জেরে বন্যার জল ঢুকে যায় সন্ধ্যা ধোর এবং তাঁর মা সায়াবাই ধোরের বাড়িতে। পরিবারের বাকি সদস্যরা সায়াবাইকে বাঁচাতে পারলেও, পঙ্গু রোগী সন্ধ্যাকে পারেননি রক্ষা করতে। বিপর্যয় বাহিনী শনিবার তাঁর দেহ উদ্ধার করে তাঁদের বাড়ি থেকেই। পুলিশ সূত্রে খবর, গিত্তিখাদানে মৃত্যু হয় ৭০ বছর বয়সি এক বৃদ্ধার। তাঁর নাম মীরাবাই কাপ্পুস্বামী। তিনি তাঁর বাড়িতে একাই থাকতেন। বৃষ্টির জল তাঁর বাড়িতেও ঢুকে যায়। ওই জলে ডুবেই মধ্য রাতে তাঁর মৃত্যু হয়। শনিবার ভোর ৬টা নাগাদ মীরাবাইয়ের আত্মীয়রা তাঁর দেহটি খুঁজে পান। শনিবার সন্ধ্যায় ধানতলি থানা এলাকার কাছের একটি নর্দমা থেকে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন- মোদিদের দেওয়া পদ্মশ্রী ফিরিয়েছিলেন তিনি

Latest article