নমামি গঙ্গা প্রকল্প ব্যর্থ, স্বীকার কেন্দ্রের

এই প্রকল্পে কোনও রকমে ৫০ শতাংশের মতো কাজ হয়েছে। মোদি সরকারের দেওয়া এই পরিসংখ্যানই প্রকল্পের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছে।

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্পের অগ্রগতি নিয়েই প্রশ্ন উঠল। নমামি গঙ্গে প্রকল্পে গঙ্গাকে দূষণমুক্ত করতে সরকারি খরচে ঢালাও প্রচার চালিয়েছে বিজেপি। এই প্রকল্পে কাজের যত না অগ্রগতি হয়েছে তার চেয়ে মোদি সরকারের গুণগান গেয়ে প্রচার হয়েছে বেশি। কেন্দ্রীয় সরকারের তরফেই এই কথা কার্যত স্বীকার করে নেওয়া হল। তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু জানিয়েছেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতাধীন মোট ৪০৬টি প্রকল্পের মধ্যে এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়েছে মাত্র ২২৪টি প্রকল্প। অর্থাৎ এই প্রকল্পে কোনও রকমে ৫০ শতাংশের মতো কাজ হয়েছে। মোদি সরকারের দেওয়া এই পরিসংখ্যানই প্রকল্পের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন-অপদার্থ সিবিআই! নেতাই মামলায় ১১ বছরে মাত্র ২৬ সাক্ষীর বয়ান নথিভুক্ত!

লোকসভায় এক লিখিত প্রশ্নে মালা রায় নমামি গঙ্গে প্রকল্পের অডিট রিপোর্ট চেয়েছিলেন। যদিও সেই রিপোর্ট দেয়নি মোদি সরকার। কেন্দ্রের এই জবাব প্রসঙ্গে মালা রায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজ করেন না। শুধুমাত্র নিজের ঢাক পেটান। ২০১৪ থেকে নমামি গঙ্গে নিয়ে অনেক স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু বাস্তবে তেমন কিছু কাজ করে উঠতে পারেননি। আসলে প্রধানমন্ত্রী সরকারি সম্পত্তি বিক্রি, বিদেশভ্রমণ এবং আত্মপ্রচারেই ব্যস্ত। এসব কাজ করে গিয়ে তিনি আসল প্রকল্পে কাজ করার সময় পাননি। অডিট রিপোর্ট না জানানোয় মালা বলেন, কোনও গুরুত্বপূর্ণ তথ্যই এই সরকার দেয় না। সাংসদরা যখনই নথি বা তথ্য চায় তা দিতে পারে না মোদি সরকার।

Latest article