দুবাই, ২২ অক্টোবর : ইতিহাস নামিবিয়ার। প্রথমবার টি-২০ বিশ্বকাপে খেলতে এসেই মূলপর্বে আফ্রিকার দেশটি। নিজেদের গ্রুপে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে ধারে-ভারে এগিয়ে থাকা আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিল তারা। এই জয়ের ফলে বিশ্বকাপে অভিষেকেই সুপার টুয়েলভে খেলার ছাড়পত্র পেল নামিবিয়া। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভে উঠল তারা। সেখানে ভারত, পাকিস্তানের গ্রুপে কঠিন লড়াই আফ্রিকার দেশটির। তবে নামিবিয়ার ক্রিকেটে এখন উৎসবের দিন।
দক্ষতা ও অভিজ্ঞতায় আইরিশ খেলোয়াড়রা নামিবিয়ার থেকে অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু কথায় আছে ‘দ্য গেম ইজ আ গ্রেট লেভেলার’—আইরিশদের ৮ উইকেটে চূর্ণ করে নামিবিয়া যেন ক্রিকেটের এই আপ্তবাক্যই মনে করিয়ে দিল। টসে জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করে আয়ারল্যান্ড। নামিবিয়ার দুই পেসার জান ফ্রাইলিঙ্ক (৩/২১) ও ডেভিড ওয়াইসের (২/২২) বোলিং বিক্রমে আইরিশ ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতে পারেননি। জবাবে ১৮.৩ ওভারে জয়ের রান তুলে দেয় নামিবিয়া। অধিনায়ক জেরার্ড এরাসমাস অপরাজিত থাকেন ৫৩ রানে। ম্যাচের সেরা ওয়াইস অপরাজিত থাকেন ২৮ রানে।
আরও পড়ুন-কোভিডে বাতিল টেস্ট জুলাইয়ে খেলা হবে এজবাস্টনে: ইসিবি