সংবাদদাতা, হলদিয়া : ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হচ্ছে। হলদিয়া বন্দর থেকে নদীপথে এই প্রথম বার্জে ন্যাপথা রফতানি(Naptha Export) শুরু হল বাংলাদেশে। রবিবার ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটে প্রায় দু’হাজার টন ন্যাপথা (Naptha Export) নিয়ে রওনা হল ও টি সাংহাই বার্জ। এদিন আনুষ্ঠানিকভাবে বার্জের যাত্রা শুরু করলেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহরা এবং আইওসির এগজিকিউটিভ ডিরেক্টর পার্থ ঘোষ। এটি বাংলাদেশের মঙ্গলা বন্দরে যাচ্ছে। কম খরচে আমদানির সুবিধার জন্য হলদিয়া থেকে আইওসির পণ্য কিনতে শুরু করেছে বাংলাদেশের শিল্পসংস্থাগুলি। এর ফলে ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানালেন শিল্পকর্তারা। এদিন হলদিয়া বন্দরের বার্থ ১৬ থেকে বাংলাদেশে ন্যাপথার প্রথম রফতানি হল। আইওসিএল, হলদিয়া রিফাইনারি আকুয়া রিফাইনারিজ বাংলাদেশে ১৫০০ মেট্রিক টন ন্যাপথা রফতানি করছে। ঢাকার কাছে নারায়ণগঞ্জের উজানে গন্তব্যস্থলে ইন্দো-বাংলাদেশ প্রোটোকল রুটের মাধ্যমে বাংলাদেশে ট্রানজিট প্রায় ছয় থেকে সাতদিন লাগবে।