তাঁতিদের থেকে ১৯ লাখ টাকার বস্ত্র কিনল তন্তুজ

Must read

সংবাদদাতা, কাটোয়া : অতিমারির প্রকোপে তাঁতিদের কাছ থেকে জিনিস কিনতে পারেনি। তাই এবার আগেভাগেই তাঁতিদের পাশে দাঁড়াতে তাঁদের কাছ থেকে সরাসরি তাঁতবস্ত্র কেনা শুরু করেছে রাজ্য সরকারের সংস্থা তন্তুজ (Tantuja)। উৎসবের মরশুমে এইসব সামগ্রী রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়ানো ৮০টি শোরুম থেকে বিক্রি করবে তন্তুজ। পূর্ব বর্ধমান জেলাস্তরের তাঁতবস্ত্র কেনার শিবির হল কালনার ধাত্রীগ্রাম তাঁতকাপড়ের হাটে। এদিন ১০০ তাঁতির কাছ থেকে ১৮ লাখ ৬৮ হাজার ৯১০ টাকার তাঁতবস্ত্র কেনা হয়। ১৯১৩টি শাড়ি কিনেছে তন্তুজ। তার মধ্যে তসরের শাড়ি ৩০০টি। শাড়িগুলির দাম ১৪০০ থেকে ২১০০ টাকার মধ্যে। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, তন্তুজর (Tantuja) চিফ মার্কেটিং অফিসার শিঞ্জিনী মুখোপাধ্যায়, সহকারী প্রোকিওরমেন্ট অফিসার অপর্ণা রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল। বাম জমানায় মুখ থুবড়ে পড়া ‘তন্তুজ’ এখন লাভজনক সংস্থা। ২০১৫-১৬ থেকেই লাভের মুখ দেখা শুরু। সেবার লাভ হয়েছিল ৩ কোটি ৩০ লাখ টাকা। গত বছর লাভ করেছে ২০ কোটি ৬০ লক্ষ টাকা। চলতি বছরে অঙ্ক ২২ কোটি পেরিয়ে যাবে বলে বিশ্বাস। শিবিরের সূচনা করে স্বপন বললেন, ‘‘রাজ্যের যেসব জায়গায় বেশিরভাগ মানুষের জীবন-জীবিকা তাঁত, সেখানে শিবির গড়ে সাত কোটি টাকার সামগ্রী কেনার লক্ষ্য রয়েছে। পূর্ব বর্ধমান জেলায় শিবির হল। ১৬ জুলাই হাওড়া-হুগলি ২ জেলা মিলে ধনেখালিতে শিবির হবে।’’ তন্তুজ এবার রাজ্যের বিভিন্ন প্রাইমারি উইভার্স কো-অপারেটিভ সোসাইটিকে ৫০ হাজার শাড়ি বরাত দিয়েছে।

আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি, ফের ভেন্টিলেশনে তরুণ মজুমদার

Latest article