এমপি কাপেও দাপট নরহরি, তারকদের

Must read

প্রতিবেদন : এমপি কাপে এবার গোলের বন্যা। ফলে নজর কাড়ছেন ফরোয়ার্ডরা। অধিকাংশ ম্যাচেই প্রচুর গোল হচ্ছে। হ্যাটট্রিক করছেন অনেকেই। ময়দানে দাপিয়ে খেলা জাতীয় গেমসে চ্যাম্পিয়ন বাংলা দলের দুই সদস্য নরহরি শ্রেষ্ঠা ও তারক হেমব্রমও এবার এমপি কাপে (MP Cup 2022) গোল করার প্রতিযোগিতায় নেমেছেন। দুই ফরোয়ার্ডের দ্বৈরথও বেশ জমে উঠেছে।

আরও পড়ুন-সরকারকে সাহায্য করছেন রাজ্যপাল: মুখ্যমন্ত্রী

যদিও সন্তোষ ট্রফির শিবিরের জন্য দু’জন তাঁদের দলের হয়ে সব ম্যাচ খেলতে পারছেন না। ফলতার মল্লিকপুরের হয়ে ৪ ম্যাচ খেলে ১২ গোল করেছেন নরহরি। তার মধ্যে একটি ম্যাচে হ্যাটট্রিক-সহ ৭ গোল রয়েছে বঙ্গ স্ট্রাইকারের। আগামী মরশুমে তাঁকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে। অন্যদিকে, তারকও মহেশতলা ‘ডি’ দলের হয়ে ৩ ম্যাচ খেলে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে। নরহরির মতো তাঁরও একটি ম্যাচে হ্যাটট্রিক-সহ ৭ গোল রয়েছে। এমপি কাপে (MP Cup 2022) আরও একটি হ্যাটট্রিক রয়েছে তারকের।
বৃহস্পতিবার পলাশ ঘোষের চার গোলের সৌজন্যে কুলেদারি ৬-০ গোলে হারিয়েছে রসপুঞ্জকে। সুপ্রতীপ বারুইয়ের হ্যাটট্রিকে চট্টা ৩-০ গোলে হারায় আশুতিকে।

আরও পড়ুন-পুরুলিয়ার জনসভায় কড়া ভাষায় তোপ চন্দ্রিমার, আবাস যোজনায় অশান্তির দায় কেন্দ্রের

Latest article