আজ বিকেলেই প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক, দেখে নেওয়া মঙ্গলবারের কর্মসূচি

Must read

দিল্লি সফরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি গিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

সোমবার, দিল্লি পৌঁছেই তিনি জৈন-হাওয়ালাকাণ্ড সংবাদমাধ্যমে ফাঁস করা সাংবাদিক বিনীত নারায়ণের সঙ্গে দেখা করেন। এই জৈন হাওয়ালাকাণ্ডেই জগদীপ ধনকড়ের নাম থাকার অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। তাই এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার, ঠাসা কর্মসূচি রয়েছে মমতার।

আরও পড়ুন-পেগাসাসে অচল সংসদ, ভরকেন্দ্র তৃণমূল, এককাট্টা বিরোধীরা

তৃণমূল সূত্রে খবর,

দুপুর ২টো: প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথের সঙ্গে বৈঠক
দুপুর ৩: কংগ্রেসের রাজ্যসভা সাংসদ আনন্দ শর্মার সঙ্গে দেখা করার কথা
বিকেল ৪: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
সন্ধে ৬.৩০: কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির সঙ্গে বৈঠক

আরও পড়ুন-অসম-মিজোরাম সীমান্তে সংঘর্ষ : ক্ষোভ ও শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দিল্লি সফরের আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি সফরে দেখা করতে চান তিনি। আগে জানা গিয়েছিল, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। পরে সেটি বদলে মঙ্গলবার বিকেলে মোদি-মমতা সাক্ষাতের সময় নির্ধারিত হয়। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন দাবি ও বকয়া নিয়ে মোদির সঙ্গে কথা বলবেন মমতা। দিল্লি সফরের আগেই রাজ্যে পেগাসাস নিয়ে তদন্ত কমিশন গড়েছেন মুখ্যমন্ত্রী। সেই ইস্যুতেও দুজনের মধ্যে কথা হতে পারে বলে জল্পনা।

 

Latest article