হিংসার আগুনে জ্বলছে মণিপুর (TMC- Manipur)। অসংখ্য মানুষ নিহত, কয়েক হাজার ঘরছাড়া। বিজেপি রাজ্যের এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখেও চোখ বন্ধ করে রয়েছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। ৭৮ দিন ধরে মণিপুর ইস্যুতে মোদির মুখে কুলুপ। সামাজিক মাধ্যমে ফের এই বিষয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC- Manipur)। বলা হয়েছে, টানা ২ মাস ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা সত্ত্বেও সেখানকার যে সমস্ত ভয়ঙ্কর ও হৃদয়বিদারক ছবি ভেসে উঠছে, মহিলা ও শিশুদের উপর অত্যাচারের যে করুণ চিত্র সামনে আসছে তা নিয়ে কীভাবে চুপ থাকতে পারে দেশের সরকার? প্রধানমন্ত্রীকে ধিক্কার জানানোর পাশাপাশি নারী ও শিশুদের উপর বর্বর অত্যাচার নিয়ে এই বিষয়ের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে কড়া আক্রমণ করা হয়েছে। সম্প্রতি মণিপুরের কুকি-জো সম্প্রদায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে প্যারেড করানো হচ্ছে এবং পুরুষদের একটি বড় দল তাঁদের উপর যৌন নির্যাতন করছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ট্যুইট, আমরা জানতে চাই এরপরেও মণিপুরে ফ্যাক্ট-ফাইন্ডিং দল ও কমিশন পাঠাতে কেন্দ্রকে কে বাধা দিচ্ছে? এখনও কেন নীরব নারী ও শিশু কল্যাণ মন্ত্রী? কেন নীরবতা ভাঙছে না মোদির?

