মণিপুরের (Manipur) ইস্যু নিয়ে অবশেষে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি বলেন, ‘লোকতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে আজ আমার মন ভারাক্রান্ত, ক্রোধে ভরে গিয়েছে মণিপুরের ঘটনায়। যারা পাপ করছেন, তারা তো এক জায়গায় রয়েছেন। কিন্তু তাদের জন্য গোটা দেশ লজ্জিত হচ্ছে। সকল মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ করছি, রাজ্যের আইন ব্যবস্থা আরও কঠোর করুন। বিশেষ করে মা-বোনেদের সম্মান রক্ষার্থে যেন কোনও খামতি না থাকে। ঘটনা রাজস্থানেরই হোক বা ছত্তীসগঢ়ের কিংবা মণিপুরের, দেশের কোনও প্রান্তেই মহিলাদের অসম্মান করা যাবে না। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মহিলাদের সুরক্ষা ও সম্মান রক্ষার ব্যবস্থা করতে হবে। মণিপুরের ঘটনায় অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হবে।’
আরও পড়ুন-ধানের সহায়কমূল্য বাড়াল রাজ্য সরকার
অন্যদিকে বুধবার সকালেই মণিপুরের উদ্দেশে রওনা দিয়েছিল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। মণিপুরের ত্রাণশিবির পরিদর্শন করলেন তারা। ইম্ফলে (Imphal) পৌঁছনোর পর তারা বিভিন্ন এলাকা ও ত্রাণশিবিরগুলি ঘুরে দেখেন। সেখানে আশ্রিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সূত্রের খবর আজও মণিপুরের বিভিন্ন সংগঠনের সঙ্গে দেখা করতে চলেছেন তারা। মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কাছে একটি সম্যক রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন-আজ মিডিয়া সেন্টার উদ্বোধনে বিজয়ন, মোহনবাগান দিবসে সংবর্ধনা সুনীলকে
বুধবার সকাল ১১টা নাগাদ তৃণমূল কংগ্রেসের তরফে মণিপুরে পৌঁছন ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। কল্য়াণ বন্দ্য়োপাধ্যায় (Kalyan Banerjee), দোলা সেন (Dola Sen), কাকলি ঘোষ দস্তিদার (Kakali Gosh Dastider) ও সুস্মিতা দেব (Sushmita Dev)। মণিপুরের হিংসাবিধ্বস্ত এলাকা ঘুরে এই বিষয়ে সুস্মিতা দেব জানান, ত্রাণশিবিরে বেশ কিছু অব্যবস্থা নজরে এসেছে। বিশেষত শিশুরা কষ্টে রয়েছে। আমরা সকলের সঙ্গে কথা বলব। রাজ্যপালের সঙ্গেও অনেকক্ষণ আলোচনা করেছি আমরা। তিনি সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
আরও পড়ুন-আজ থেকে শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিং
এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়, ‘অবশেষে ৭৮ দিন পর মণিপুর নিয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরের ইস্যু নিয়ে সরব হয়েছেন। বর্তমানে আমাদের প্রতিনিধি দল মণিপুরে ত্রাণ শিবিরে লোকদের সাথে দেখা করছে এবং সমস্ত সম্প্রদায় ও নাগরিক সমাজের নেতাদের সাথে দেখা করবেন। ডেরেক ও’ ব্রায়ান এর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে ও সংসদেও আমরা সক্রিয়ভাবে এই বিষয়টি উত্থাপন করতে চলেছি।’