জাতীয়

সমর্থনের শর্তে ব্যাপক দর-কষাকষি, শরিকদের চাপে জেরবার মোদি

প্রতিবেদন: শরিকদের চাপে জেরবার নরেন্দ্র মোদি (Narendra Modi)। সমর্থন দেওয়ার বিনিময়ে এমন সব শর্ত দিচ্ছে এনডিএ-র বড়, মাঝারি, এমনকী খুদে শরিকরা, যে রীতিমতো দিশাহারা অবস্থা বিজেপির। প্রায় নাভিশ্বাস উঠেছে নেতৃত্বের। কথায় আছে, হাতি কাদায় পড়লে ল্যাং মারে ব্যাঙেও। গেরুয়া শিবিরের অবস্থাটা এখন ঠিক তেমনই। মোদি নামের আড়ালে এতদিন হারিয়ে গিয়েছিল এনডিএ ব্যাপারটাই। নেতাদের মুখে শুধুই বিজেপি। লোকসভা নির্বাচনের ফলাফলে চূর্ণ হয়েছে দর্প। দম্ভ ঘুচেছে নরেন্দ্র মোদির। তাঁর এবং চ্যালাচামুণ্ডাদের মুখে আবার উচ্চারিত হচ্ছে এনডিএ। আসলে এছাড়া বাঁচার আর কোনও পথই খোলা নেই বিজেপির সামনে। ভোটের ফলে জোরালো ঝাঁকুনি আর রামধাক্কা তাদের আবার প্রচণ্ড নির্ভরশীল করে তুলেছে শরিকদের উপরে। তাদের ওপরই নির্ভর করছে ক্ষমতায় টিকে থাকা। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যববহার করছেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডু থেকে শুরু করে চিরাগ পাসোয়ান, শিন্ডে এমনকী জিতনরাম মাঝিও। দর কষাকষিতে দিশাহারা মোদি। চন্দ্রবাবু চেয়ে বসেছেন অর্থমন্ত্রক, নগরোন্নয়ন,স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, জলসম্পদ, সড়ক পরিবহণের মতো গুরুত্বপূর্ণ অন্তত গোটা দশেক দফতর। দাবি করেছেন লোকসভার অধ্যক্ষ পদও। নীতীশ কুমারও ভেতরে ভেতরে চাপ বাড়িয়েই চলেছেন। তাঁর দল জেডিইউ থেকে অন্তত গোটা পাঁচেক ক্যাবিনেট মন্ত্রী চাইছেন তিনি। সেইসঙ্গে বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিও পুনর্নবীকরণ করতে চাইছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, হামারা পার্টির জিতনরাম মাঝি দলের একমাত্র সাংসদ হয়েও পূর্ণমন্ত্রী হতে চান। এলপিজির চিরাগ পাসোয়ান, শিবসেনার একনাথ শিন্ডে তাঁদের দলের জন্য আশা রেখেছেন পূর্ণমন্ত্রী ছাড়াও গোটাদুয়েক করে রাষ্ট্রমন্ত্রীর। স্বাভাবিকভাবেই মাথায় হাত মোদির (Narendra Modi)। ঘরে বাইরে প্রবল চাপ সামলাতে দিশাহারা। তার ওপর নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডু এনডিএ-র সঙ্গে কখন আছেন, কখন নেই, তা ভেবে ঘুম ছুটে গিয়েছে মোদির। বুধবার তাঁর দিল্লির বাসভবনে এনডিএ-র প্রথম বৈঠকে তা টের পাওয়া গেল হাড়ে হাড়ে।
এদিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মোদি। বৃহস্পতিবারই রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি সরকার গঠনের দাবি জানাবেন বলে তাঁর দলের সূত্রের খবর। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন শনিবার।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে মৃত ৯ পর্বতারোহী

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

21 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

25 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

34 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

39 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

48 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago