উত্তরাখণ্ডে মৃত ৯ পর্বতারোহী

Must read

প্রতিবেদন: উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে (Trekkers- Uttarakhand) গিয়ে প্রতিকূল আবহাওয়ায় প্রাণ হারালেন অন্তত ৯ জন। উদ্ধার করা হয়েছে ১০ জন পর্বতারোহীকে। ঘটনাটি ঘটেছে উত্তরকাশীর সহস্ত্রতাল ট্রেকিং রুটে। আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারের কাজে নেমেছে ভারতীয় বায়ুসেনা। যাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে তাঁদের এয়ারলিফ্ট করে দেরাদুনে পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ২২ সদস্যের একটি দল গত ২৯ মে পর্বতারোহণ অভিযানে সহস্ত্রতালে দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কর্নাটকের ১৮ জন, মহারাষ্ট্রের ১ জন। সঙ্গে ৩ জন স্থানীয় গাইড। ৭ জুন ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু ৪ জুন মঙ্গলবার শেষ ক্যাম্প থেকে গন্তব্যে পৌঁছনোর পথে অত্যন্ত প্রতিকূল আবহাওয়ায় মুখে পড়ে পথ হারিয়ে ফেলেন তাঁরা। পরে ৪ পর্বতারোহীর মৃত্যুর খবর জানায় ট্রেকিং এজেন্সি। বুধবার এসডিআরএফের ২টি হাইঅল্টিটিইউড রেসকিউ টিমকে পাঠানো হয় ঘটনাস্থলে। উদ্ধারের জন্য দেরাদুন থেকে হেলিকপ্টারে পাঠানো হয় ৩ জন বিশেষ প্রশিক্ষিত জওয়ানকে। ট্রেকিং এজেন্সির সদস্য ভাগবত সেমওয়াল জানিয়েছেন, ১৪ হাজার ফুট উঁচুতে সহস্ত্রতালে পৌঁছতে অন্তত ৪৫ কিলোমিটার অত্যন্ত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয়। কিন্তু প্রবল হাওয়ার সঙ্গে কুয়াশার দাপটে পথ হারিয়ে ফেলেন পর্বতারোহীরা (Trekkers- Uttarakhand)।

আরও পড়ুন- বিশ্ব উষ্ণায়ন নয়া প্রোজেক্ট কলকাতা পুলিশের

Latest article