বিশ্ব উষ্ণায়ন নয়া প্রোজেক্ট কলকাতা পুলিশের

Must read

প্রতিবেদন : বর্তমানে বিশ্ব উষ্ণায়ন এমন পর্যায়ে পৌঁছেছে যাতে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ (Kolkata Police) বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। এই নিয়ে তাদের বিশেষ প্রোজেক্ট চলছে বলে জানান নগরপাল বিনীত গোয়েল। তিনি বলেন, রাস্তায় গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে সেই থেকে দূষণ ছড়াচ্ছে। তাই এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের (Kolkata Police) একটি প্রোজেক্ট চলছে। যাতে এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা যায়। শহর কলকাতায় জীববৈচিত্র ও দূষণের মাত্রা কমিয়ে আনার জন্য গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বার্তা দিতে আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। এছাড়াও ছিলেন কলকাতা পুলিশের ৪ জন অ্যাডিশনাল পুলিশ কমিশনার। এছাড়া কলকাতা পুলিশের আওতাভুক্ত প্রতিটি ডিভিশনের ডিসি ও ট্রাফিকের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল নিজে হাতে গাছ রোপণ করেন। কলকাতা পুলিশ কমিশনার গাছের চারা তুলে দেন কলকাতা পুলিশের প্রত্যেক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের হাতে, তাঁদের নিজ নিজ ডিভিশনে গাছ রোপণের জন্য।

আরও পড়ুন- ভোট-পর্বে তিনমাস স্তব্ধ প্রায় সমস্ত সরকারি কাজকর্ম, উন্নয়ন প্রকল্পে গতি আনতে উদ্যোগী রাজ্য

Latest article