ব্রিজভূষণের বাড়ির লোকের বয়ান রেকর্ড

এদিকে, জাতীয় কুস্তি সংস্থায় নির্বাচনের সময়সীমা পেরিয়ে যেতে বসলেও চিন্তিত নন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পি টি উষা।

Must read

নয়াদিল্লি, ৬ জুন : ব্রিজভূষণ শরণ সিংয়ের উত্তরপ্রদেশের বাড়িতে হানা দিয়ে অভিযুক্ত কুস্তি কর্তার সহযোগীদের বয়ান রেকর্ড করল দিল্লি পুলিশ। ব্রিজভূষণের বিরুদ্ধে দেশের পদকজয়ী কুস্তিগিররা যৌন হেনস্তার অভিযোগ এনে তাঁকে গ্রেফতারির দাবি জানিয়ে আন্দোলন করছেন। তার মধ্যেই চলছে পুলিশি তদন্ত। সেই সূত্রেই মঙ্গলবার উত্তরপ্রদেশের গোন্ডায় অভিযুক্ত কুস্তি কর্তার বাড়িতে হাজির হয় পুলিশ। সে সময় ব্রিজভূষণ বাড়িতে ছিলেন কি না, জানা যায়নি।

আরও পড়ুন-বাংলার হেল্প ডেস্ক এইমসে

তবে সংবাদ সংস্থাকে দিল্লি পুলিশের এক আধিকারিক বলেছেন, ‘‘পুলিশের একটি দল গোন্ডায় যায়। সেখানে ব্রিজভূষণের সহযোগী এবং বাড়ির লোকেদের বয়ান রেকর্ড করা হয়েছে। বাড়ির কর্মচারীদের সঙ্গেও কথা বলা হয়েছে। তাঁদের মধ্যে ব্রিজভূষণের গাড়ির চালকও রয়েছেন। তাঁদের সবার বয়ান রেকর্ড করার পাশাপাশি প্রত্যেকের নাম, ঠিকানা এবং পরিচয়পত্র সংগ্রহ করা হয়েছে। প্রমাণ হিসেবে এই সমস্ত তথ্য নেওয়া হয়েছে।’’

আরও পড়ুন-টিকরবেতার কাঁসা-পিতল শিল্প বিলুপ্তির পথে

এদিকে, জাতীয় কুস্তি সংস্থায় নির্বাচনের সময়সীমা পেরিয়ে যেতে বসলেও চিন্তিত নন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পি টি উষা। আইওএ-র গড়া তিন সদস্যের অ্যাড হক কমিটিই কুস্তি ফেডারেশনের কাজকর্ম দেখাশোনা করছে। উষা বলেছেন, ‘‘সংস্থায় নির্বাচনের থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য অনূর্ধ্ব ১৫ এবং ২০ বিভাগে কুস্তিগিরদের সিলেকশন ট্রায়াল অনেক বেশি জরুরি।’’ তবে আইওএ প্রধান কিংবদন্তি অ্যাথলিট এটাও জানিয়েছেন, দ্রুত কুস্তি সংস্থায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।

Latest article