প্রতিবেদন : পাকিস্তানের জাতীয় নির্বাচন হল বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ পর্ব চলে বিকেল ৫টা পর্যন্ত। এদিন জেল থেকেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তাঁর স্ত্রী বুশরা বিবি ভোট দিতে পারেননি। জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক বন্দিরা আদিয়ালা জেল থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। তবে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ভোটে অংশ নিতে পারেননি। কারণ পোস্টাল ভোটিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাঁকে দোষী সাব্যস্ত এবং গ্রেফতার করা হয়। সামগ্রিকভাবে আদিয়ালা জেলের ১০০ জনেরও কম বন্দি ভোট দিতে সক্ষম হয়েছেন, যা এই কারাগারের ৭ হাজার বন্দির মধ্যে মাত্র এক শতাংশ।
এদিন কারাগার সূত্রে জানা গিয়েছে, ইমরান খানের স্ত্রী তথা প্রাক্তন ফার্স্টলেডি বুশরা বিবিও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে আটক করার সময় ভোট দেওয়ার সময় শেষ হয়ে যাওয়ায় তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। যদিও বুশরা বিবির মুখপাত্র মাশাল ইউসুফজাই অভিযোগ করেন, পরিকল্পিতভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেওয়া হয়নি।
আরও পড়ুন-মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প
এদিকে বুধবার জেলে বসেই দেশের আমজনতাকে ইমরান খান বার্তা দিয়েছিলেন, ভোটই জনতার সবচেয়ে বড় অস্ত্র। সব মানুষ যেন যথাযথভাবে ভোট দেন। পিটিআইয়ের হয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছিলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। তবে সেই পোস্ট পরে ডিলিট করে দেন তিনি। এদিকে বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর আগেই দেশজুড়ে মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। আগের দিনই বালুচিস্তানে ভয়ঙ্কর বিস্ফোরণে বহু প্রাণহানি ঘটেছে। বলে নিরাপত্তা নিয়ে চাপ ছিল সরকারের উপর। এবারের নির্বাচনে ক্ষমতা দখলের বিষয়ে আশাবাদী নওয়াজ শরিফ। তিনি কুর্সি দখল করলে চতুর্থবারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। অন্যদিকে ক্ষমতার দৌড়ে আছেন তরুণ মুখ বিলাবল ভুট্টো জারদারি। পাকিস্তানের অন্যতম ক্ষমতাশালী রাজনৈতিক পরিবারের সন্তান বিলাবল প্রচারে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নানা মামলার ঘেরাটোপে বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরানের খানের প্রতি পাক জনতার এক বিপুল অংশের আবেগ ও সমর্থন থাকায় চাপে ক্ষমতাসীন শরিফের দল।