মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প

Must read

মৎস্যজীবীরা জীবিকা নির্বাহের ক্ষেত্রে বছরের অন্তত দু’মাস প্রতিকূলতার মধ্যে পড়েন। সেই কথা চিন্তা করে রাজ্য সরকার এবার মৎস্যজাবীদের পাশে দাঁড়াল। বৃহস্পতিবার রাজ্য বাজেটে তিন উপকূলবর্তী জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের জন্য নয়া প্রকল্পের কথা ঘোষণা করল রাজ্য সরকার। বাজেটে অর্থ প্রতিমন্ত্রী ঘোষণা করলেন সমুদ্রসাথী প্রকল্পের কথা। সেই প্রকল্পে বর্ষার দু’মাস ভাতা বাবদ মৎস্যজীবীদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। বরাদ্দ করা হবে ২০০ কোটি টাকা। উপকৃত হবেন দু’লক্ষ মৎস্যজীবী।

বিভিন্ন শিল্পক্ষেত্রে যুবক-যুবতীদের প্রশিক্ষণের সুবিধা দিতে প্রতি মাসে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে ভোকেশনাল ট্রেনিং নেওয়া ছাত্রছাত্রীরা, আইটিআই, পলিটেকনিক পাশ ও যুবশ্রী প্রকল্পে প্রশিক্ষণে এই সুযোগ মিলবে। প্রতি বছর ১ লক্ষ যুবক-যুবতী এতে লাভবান হবেন। এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে বলেও ঘোষণা রাজ্য বাজেটে।

আরও পড়ুন- ৫০ দিনের কাজের গ্যারান্টি কর্মশ্রী প্রকল্প আনছে রাজ্য

মিড ডে মিলের কুক-কাম-হেল্পারদের মাসিক আর্থিক সাহায্য বাড়ছে ৫০০ টাকা। ২ লক্ষ ৩০ হাজার কুক কাম হেল্পার এই সুবিধা পাবে। এই কর্মসূচিতে মাসে ১ হাজার টাকা করে ১০ মাস টাকা পান আইসিডিএস কর্মী ও সহায়করা। তাঁরা অতিরিক্ত ৫০০ টাকা পাবেন। এই খাতে ১৪০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

Latest article