নয়াদিল্লি : জাতীয় জল (water) নীতি (policy) তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে জানালেন জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু।
আরও পড়ুন-চলন্ত ট্রেনেও মিলবে রিজার্ভেশন টিকিট!
জল সংরক্ষণ, জল সুরক্ষা ও বৃষ্টির জল ধরে রেখে কাজে লাগানোর জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। রাজ্যগুলি তাদের জল আইন তৈরির সময় সেই বিধির ব্যবহার করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ২০২০ সালের হিসেব অনুযায়ী, সমস্তরকম ব্যবহারের জন্য ভূগর্ভ থেকে জল তোলার পরিমাণ ২৪৫ বিলিয়ন কিউবিক মিটার।