বাংলা-পাঞ্জাবে ওবিসি কোটা বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় কমিশনের

Must read

লোকসভা ভোটের মাঝেই বাংলা এবং পাঞ্জাব সরকারকে ওবিসি (NCBC-OBC) কোটা বাড়াতে বলা হয়েছে। সম্প্রতি জাতীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন জানিয়েছে, বাংলায় এখন তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি মিলিয়ে মোট সংরক্ষণের পরিমাণ ৪৫ শতাংশ। অর্থাৎ সরকারি চাকরি ও শিক্ষায় ৪৫ শতাংশ পদ ওই তিন পিছিয়ে থাকা অংশের জন্য সংরক্ষিত। এই আবহে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়িয়ে মোট সংরক্ষণ ৫০ শতাংশ করার সুপারিশ করল জাতীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন (NCBC-OBC)।

ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান হংসরাজ আহির সংবাদমাধ্যমকে বলেছেন, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব সরকারকেই তারা সুপারিশের কথা সরকারি বৈঠকে জানিয়ে দিয়েছেন। এখন সরকারিভাবে চিঠি পাঠানো হচ্ছে। আহিরের যুক্তি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ৫০ শতাংশ পর্যন্ত পদ সংরক্ষণ করা যায়। পশ্চিমবঙ্গে ৪৫ শতাংশ পদ সংরক্ষিত রয়েছে অর্থাৎ আরও পাঁচ শতাংশ পদ সংরক্ষণের সুযোগ রয়েছে। রাজ্যের বেশিরভাগ মানুষ ওবিসি সম্প্রদায়ভুক্ত। তাই বাড়তি কোটা ওই সম্প্রদায়ের প্রাপ্য।

আরও পড়ুন-হিন্দু-মুসলমান সম্প্রীতি বাংলার নিজস্ব অস্মিতা গেরুয়া পার্টির সাধ্য কি তাতে ফাটল ধরায়

এদিকে পাঞ্জাবে পিছিয়ে পড়া শ্রেণি, তফশিলি জাতি, তফশিলি উপজাতিদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ ৩৭ শতাংশ এবং পড়াশোনার ক্ষেত্রে তা ৩৫ শতাংশ। পাঞ্জাবের ক্ষেত্রে কমিশন সংরক্ষণের কোটা আরও বেশি বৃদ্ধির সুপারিশ করেছে। ওই রাজ্যে ওবিসিদের সরকারি চাকরির ক্ষেত্রে ১৩ শতাংশ এবং পড়াশোনার ক্ষেত্রে ১৫ শতাংশ সংরক্ষিত আসন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে জাতীয় কমিশনের তরফে।

Latest article