পার্থেনিয়াম নির্মূলকরণে নামল এনসিসি, এনএসএস ক্যাডেটরা

এছাড়া এই কর্মসূচিতে হাতে হাত লাগিয়ে সহযোগিতা করেছেন ও উৎসাহ দিয়েছেন বেলিয়াতোড় থানার বড়বাবু বিল্লেশ্বর গড়াই।

Must read

সংবাদদাতা, বিষ্ণুপুর : পার্থেনিয়াম চারদিকে আগাছার মতো জন্মায়। খুবই ক্ষতিকর। এই গাছের প্রভাবে মানুষের হাঁপানি, ব্রঙ্কাইটিস, খুব বেশি জ্বর, ক্ষত-সহ চর্মরোগ, প্রচণ্ড মাথাব্যথা ইত্যাদি হয়। গবাদি পশুও এই গাছের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়তে পারে। তাদেরও শরীর ফুলে যাওয়া ও তীব্র জ্বর হতে পারে। এই পার্থেনিয়াম হিস্টেরোফোরাস নামক গাছ তাই নির্মূল করা দরকার পড়ে, বিশেষত লোকালয় থেকে। এই লক্ষ্যেই বাঁকুড়া জেলার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের এনসিসি ও এনএসএস ইউনিটের তরফ থেকে বেলিয়াতোড় রেলওয়ে স্টেশন চত্বরকে পার্থেনিয়াম মুক্ত করার উদ্দেশে সাফাই অভিযান চালানো হল।

আরও পড়ুন-শিশু বেচতে নাম ভাঁড়িয়ে হাসপাতালে

এদিনের কর্মসূচিতে এনসিসি ও এনএসএস ইউনিটের মোট ৩৫ জন ভলান্টিয়ার অংশ নেন। এছাড়া এই কর্মসূচিতে হাতে হাত লাগিয়ে সহযোগিতা করেছেন ও উৎসাহ দিয়েছেন বেলিয়াতোড় থানার বড়বাবু বিল্লেশ্বর গড়াই।
এনসিসি ইউনিটের তরফ থেকে উপস্থিত ছিলেন ক্যাডেট উত্তম দাস, পূর্ণিমা কারক ও মণিকা বীর এবং এনএসএস ইউনিটের তরফে ছিলেন সমীর মাঝি, সুপর্ণা চক্রবর্তী। বেলিয়াতোড়বাসীদের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অন্তরা চট্টোপাধ্যায়, শুভমান মান ও প্রাথমিক স্কুলের মাস্টারমশাই শুভনাথ চট্টোপাধ্যায়।

Latest article