শিশু বেচতে নাম ভাঁড়িয়ে হাসপাতালে

এক প্রসূতির দারিদ্রের সুযোগ নিয়ে তাঁর সদ্যোজাত সন্তানকে নিজের সন্তানহীন পুত্রবধূর জন্য নেওয়ার ছক ভেস্তে গেল।

Must read

সংবাদদাতা, কাটোয়া : এক প্রসূতির দারিদ্রের সুযোগ নিয়ে তাঁর সদ্যোজাত সন্তানকে নিজের সন্তানহীন পুত্রবধূর জন্য নেওয়ার ছক ভেস্তে গেল। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সাবিত্রী যাদব নামে মেমারির এক মহিলাকে গ্রেফতার করল কালনা থানার পুলিশ। এসডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য বলেন, ‍‘‘হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সাবিত্রীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-ফের অধিকারী পরিবারের দুর্নীতি নিয়ে উত্তাল জেলা

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রসূতিকে জিজ্ঞাসাবাদ করা হবে।’’ জানা গেল, তিনটি সন্তান রয়েছে হতদরিদ্র পরিবারের বধূ মৌমিতা পূজারের। তাই পড়শি সাবিত্রী যাদবের সঙ্গে ‘বন্দোবস্ত’ হয়েছিল তাঁর নিঃসন্তান পুত্রবধূ সুমিতা যাদবকে চতুর্থ সন্তানটি দেবেন। সেইমতো ছক কষে সুমিতার নাম নিয়ে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন মৌমিতা। পুরো পরিকল্পনা ভেস্তে যায় প্রসূতি বিভাগের কর্তব্যরত নার্সদের তৎপরতায়। হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান, ‘‘এক প্রসূতি অন্য নাম নিয়ে ভর্তি হয়েছেন। বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে।’’ হাসপাতালের নথিতে যাতে কোনও গোলমাল না হয় সেজন্য নিজের নাম ভাঁড়িয়ে সুমিতার নাম নিয়ে ভর্তি হয়েছিলেন, কবুল করেছেন মৌমিতা।

Latest article