ফের অধিকারী পরিবারের দুর্নীতি নিয়ে উত্তাল জেলা

আবার অধিকার পরিবারের দুর্নীতি প্রকাশ্যে। এবার কলেজে বেআইনি নিয়োগের অভিযোগ উঠল বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে।

Must read

সংবাদদাতা, মারিশদা : আবার অধিকার পরিবারের দুর্নীতি প্রকাশ্যে। এবার কলেজে বেআইনি নিয়োগের অভিযোগ উঠল বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে। ২০১৬ সালে পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ কলেজের পরিচালন কমিটির সভাপতি ছিলেন দিব্যেন্দু। সেই সময় বাংলা বিষয়ে অতিথি অধ্যাপক নিয়োগে ইন্টারভিউ হয়। তাতেই দুর্নীতি হয়েছে বলে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ। প্রতিবাদে অধ্যক্ষকে ঘিরে মঙ্গলবার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদ।

আরও পড়ুন-প্রথম ছৌ-দল গড়ে নজির সৃষ্টি শবরকন্যাদের

অভিযোগ, বাবা শিশির অধিকারীর ব্যক্তিগত আপ্তসহায়ক মলয় দাসের স্ত্রী নমিতা দাসের নিয়োগে দুর্নীতি হয়েছিল। মঙ্গলবার অধ্যক্ষ সুবিকাশ জানাকে সেই সময়কার ফাইল ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে, তিনি দেখাতে পারেননি বলে এই ছাত্র সংগঠনের দাবি। কর্মসূচিতে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের আবেদ আলি খান, নিমাই দাস, তারাশঙ্কর পন্ডা, নিতাই বারিক, রাজা পন্ডা, তরুণ গিরি প্রমুখ। আবেদ বলেন, ‘‘মলয় দাস দীর্ঘদিন ধরে শিশির অধিকারীর ব্যক্তিগত আপ্তসহায়ক। দিল্লির অফিসে থাকেন।

আরও পড়ুন-গান স্যালুটে বিদায় সেনাকে

তবে নিয়োগে দুর্নীতি নিয়ে সেই সময়ের ফাইল দেখাতে পারেননি অধ্যক্ষ।’’ তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ২০২১-এর ১৪ মে রাত সাড়ে সাতটা নাগাদ কলেজ থেকে ফাইল লোপাটের চেষ্টা করেন অধ্যক্ষ ও দুই কর্মী। হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। মারিশদা থানায় অভিযোগও হয়। এখন নিয়োগ সংক্রান্ত ফাইল খুঁজে না পাওয়ায় সন্দেহ বাড়ছে। অধ্যক্ষ বলেন, ‍‘‘অনেকদিন আগের ঘটনা। ভাল মনে নেই। আপাতত ফাইল খুঁজে পাচ্ছি না। তবে নিয়োগ স্বচ্ছভাবে হয়েছিল।’’

Latest article