নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A- NDA) নামের ভূত তাড়া করছে এনডিএ-কে। এবার তাই ‘ভারত’-এর শরণাপন্ন হতে হচ্ছে বিজেপিকে (BJP)। ভোটের ভয়ে ভারতই ভরসা। সূত্রের খবর, এনডিএ নাম পাল্টে ‘ভারত’ রাখা হতে চলেছে। বিজেপির পরিকল্পনা, ইন্ডিয়া ইংরেজদের দেওয়া নাম। এই বিষয়টি প্রচার করা হবে এবং এনডিএ জোটের নাম পাল্টে ভারত করে জাতীয়তাবাদের হাওয়া দেওয়া হবে। অবশ্য এই অতি-দুর্বল চিত্রনাট্য কতটা ২০২৪ লোকসভা নির্বাচনে কাজে লাগবে তা নিয়ে এনডিএর অন্দরেই বিস্তর প্রশ্ন রয়েছে। তবে ভারত নামের প্রতিটি অক্ষরের অর্থ কী হবে বা তার পুরো নাম কী হবে তা এখনও স্থির করা হয়নি। এর মধ্যেই রাজ্যসভায় সংবিধান থেকে ‘ইন্ডিয়া’ (I.N.D.I.A- NDA) নাম মুছে ভারত করার দাবি তোলা হয়েছে। এক বিজেপি সাংসদ রাজ্যসভায় ইতিমধ্যেই ইন্ডিয়া নামটি তুলে দেওয়ার জন্য সরব হয়েছেন। জানা গিয়েছে, ইন্ডিয়া জোট যখন মণিপুর, মূল্যবৃদ্ধি সকল দেশের একাধিক জলন্ত ইস্যু নিয়ে মোদি-সরকারের (Modi Government) বিরুদ্ধে প্রচার চালাবে তখন তার মোকাবিলায় বিজেপি নেতৃত্বাধীন জোট ‘ভারত’-এর তরফে জাতীয়তাবাদের প্রচার করা হবে। ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে বিরোধী জোটকে ইন্ডিয়া বলতে বারণ করে দেওয়া হয়েছে। সে সংসদের ভিতরে হোক বা বাইরে, সংবাদমাধ্যমে অথবা রাজনৈতিক ময়দানে— সবক্ষেত্রে বিরোধী জোটকে ইউপিএ, বিরোধী জোট বলার নির্দেশ দেওয়া দিয়েছে গেরুয়া শিবিরের তরফে। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট যে ক্রমশ বিজেপির ঘাড়ে চেপে বসছে এ-বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন- কেন্দ্রের উন্নয়নের আসল রিপোর্ট ফাঁস করে চাকরি গেল অধিকর্তার