বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, দক্ষিণ জুড়ে হতে পারে ভারী বৃষ্টি

Must read

প্রতিবেদন : নিম্নচাপের প্রভাবে আজ শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণের (WestBengal- Rain) জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিও হতে পারে বলেই পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শুক্রবারও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে কলকাতায়। তবে টানা বৃষ্টির (WestBengal- Rain) দেখা মেলেনি। হাওয়া অফিস বলছে, শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। দক্ষিণের জেলাগুলিতে শুক্রবার প্রায় সারাদিনই ছিল আংশিক মেঘলা আকাশ। শনিবারের পর রবি ও সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হচ্ছে না। এরই মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূল থেকে এই গভীর নিম্নচাপ আরও উত্তর-পশ্চিম দিক বা ওড়িশার ও ছত্তিশগড় সংলগ্ন এলাকার দিকে এগোবে। এর ফলে শনিবার থেকে মঙ্গলবার ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি মরশুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। কলকাতা-সহ বেশ কিছু জেলায় ঘাটতির পরিমাণ ৫০ শতাংশ ছাড়িয়েছে। এর জেরে আশঙ্কায় কৃষিজীবীরা। সপ্তাহের শেষের বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সেই ঘাটতি কতটা মেটাবে সেদিকেই নজর বিশেষজ্ঞদের।

আরও পড়ুন- কেন্দ্রের উন্নয়নের আসল রিপোর্ট ফাঁস করে চাকরি গেল অধিকর্তার

Latest article