বাংলায় আরও বেশি পরিবেশ-বান্ধব গাড়ি ও বাস

Must read

প্রতিবেদন : শহর কলকাতার জন্য পরিবেশ-বান্ধব (Eco-friendly- Bus) যানের ওপর আরও জোর দেওয়ার সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশান বা ডাবল্যুবিটিসি (WBTC)। কার্বন নিঃসরণ কমিয়ে শহরের পরিবেশ রক্ষায় বহুদিন থেকে চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এবার ডাবল্যুবিটিসির উদ্যোগে একটি সুসংহত রিপোর্ট তৈরি করা হয়েছে। ‘অ্যাক্সিলেরেটিং নিট জিরো ট্রানজিশন অফ পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমস ইন দ্যা সিটি অফ কলকাতা’ শীর্ষক এই রিপোর্টটি তৈরি করতে তাঁদের সঙ্গে রয়েছে পরিবেশ বিশেষজ্ঞ সংস্থা টিইআরআই। এই রিপোর্টে কলকাতার পাশাপাশি রাজ্যের অন্য শহরগুলিতে বিদ্যুৎচালিত যানের সম্ভাবনা নিয়ে একাধিক বিষয় সামনে আনা হয়েছে। টিইআরআই জানিয়েছে, কার্বন নিঃসরণে নিট জিরো পর্যায়ে পৌঁছাতে আগামী ২০ বছরে প্রায় ৭ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। ডাবল্যুবিটিসির ম্যানেজিং ডিরেক্টর রজনবীর সিং কাপুর এ প্রসঙ্গে বলেন, কার্বন নিঃসরণ কমানোর জেরে জনস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব পাবে। এই রিপোর্টটি নিয়ে তিনি কলকাতা পুরসভা, পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজ্য সরকারের পরিবেশ দফতরের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান। দেশের মধ্যে পরিবেশ বান্ধব যান চলাচলে পশ্চিমবঙ্গই এগিয়ে রয়েছে। তবে ইলেকট্রিক যানবাহনের (Eco-friendly- Bus) জন্য আরও কিছু চার্জিং সেন্টার করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানি চার্জিং সেন্টার তৈরিতে আবেদন জানিয়েছে।

আরও পড়ুন- ইন্ডিয়ার ধাক্কায় এনডিএ-র নাম বদলে তৎপরতা

Latest article