কমনওয়েলথে নেতা নীরজ

Must read

কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্স দলকে নেতৃত্ব দেবেন নীরজ চোপড়া। বৃহস্পতিবার ৩৭ জন সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। প্রসঙ্গত, বার্মিংহামে আগামী ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। প্রতিযোগিতা চলবে ৮ অগাস্ট পর্যন্ত। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ ছাড়াও এই দলে রয়েছেন আরও দু’জন জ্যাভেলিন থ্রোয়ার। এঁরা হলেন ডি পি মনু এবং রোহিত যাদব। দু’জনেই চলতি মরশুমে থ্রোয়ে ৮০ মিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছেন। আর নীরজ তো দু’দিন আগেই ফিনল্যান্ডের পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার জ্যাভেলিন থ্রো করে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এছাড়া এই দলে রয়েছেন ট্রিপল জাম্পার আবদুল্লা আবুবাকার, শটপাটার তেজিন্দরপাল সিং, ডিসকাস থ্রোয়ার নভজিৎ কউর ধীলন, সীমা পুনিয়া, স্প্রিন্টার হিমা দাস, দ্যুতি চাঁদরা।

আরও পড়ুন- বুলডোজার-কাণ্ডে যোগী সরকারকে সুপ্রিম নোটিশ

Latest article