লুসান, ১ জুলাই : চোটের জন্য এক মাস ট্র্যাকের বাইরে ছিলেন। ফিরে এসে লুসান ডায়মন্ড লিগ জিতলেন নীরজ চোপড়া (Lausanne Diamond League- Neeraj Chopra)। দেখালেন তিনিই সেরা।
৮৬.৭৭ মিটার জ্যাভলিন ছুঁড়েছেন তিনি। অবশ্যই এটা নীরজের সেরা ফর্ম নয়। সেটা তিনি নিজেও সেটা বলেছেন। নীরজের কথায়, চোট থেকে ফিরে নার্ভাস ছিলাম। কিন্তু এটা তাঁর ব্যাক টু ব্যাক ডায়মন্ড লিগ খেতাব। এতে একটা জিনিস স্পষ্ট, সার্কিটে এখন ভারতীয় তরুণের ধারেকাছে কেউ নেই।
মাসল স্ট্রেইনের জন্য তিনটি বড় ইভেন্ট মিস করেছেন টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ। কিন্তু তাতেও তাঁর অগ্রগতি থেমে থাকেনি। এখানে শুরুটা অবশ্য ভাল হয়নি তাঁর। ফাউল দিয়ে শুরু করার পর তিনি স্কোর করেন ৮৩.৫২ ও ৮৫.০৪ মিটার। তবে লড়াকু নীরজ এরপর ঘুরে দাঁড়িয়ে ৮৬.৭৭ মিটার দূরত্ব পার করে সবাইকে পিছনে ফেলে দেন। শেষ থ্রোতে তিনি ৮৪.১৫ মিটার স্কোর করেছেন।
আরও পড়ুন- বিশ্বকাপে নেই ওয়েস্ট ইন্ডিজ
কেরিয়ারে নীরজের (Lausanne Diamond League- Neeraj Chopra) এটি চতুর্থ ডায়মন্ড লিগ। এখানে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার এবং চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদেজেক। নীরজ পরে বলেন, চোটের পর ফিরে এসে তাঁর কিছুটা নার্ভাস লেগেছে। ঠান্ডা ছিল খুব। তিনি স্বীকার করে নেন, সেরা ফর্মে ছিলেন না। তবে জেতা সবসময়ই জেতা। খেতাব জিতে তিনি অনেকটা ভারমুক্ত হয়েছেন।
নীরজ আরও জানান, লুসান বরাবর তাঁর প্রতি সদয়। এবার তিনি পুরনো শিডিউলে ফিরে যাবেন। সামনে বুদাপেস্ট টুর্নামেন্ট। এটা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এদিকে, ছেলেদের লং জাম্পে ভারতের মুরলী শ্রীশঙ্কর ডায়মন্ড মঞ্চে নিজের সেরা লাফ দিয়েও পঞ্চম হয়েছেন। তিনি ৭.৮৮ মিটার উচ্চতা পার করেছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে শ্রীশঙ্করের সেরা লাফ ৮.৪১ মিটার।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…