বিশ্বকাপে নেই ওয়েস্ট ইন্ডিজ

Must read

হারারে, ১ জুলাই : আশঙ্কাই সত্যি হল। ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে নেই দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ (ODI World Cup- West Indies)! গত ৪৮ বছর পর এই প্রথমবার কোনও ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে ক্যারিবিয়ানদের ছাড়াই।
১৯৭৫ সাল থেকে শুরু হওয়ার পর থেকে একদিনের বিশ্বকাপের (ODI World Cup- West Indies) প্রতিটি আসরে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শনিবার বাছাই পর্বের সুপার সিক্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে সাই হোপরা ৭ উইকেটে হেরে যেতেই লজ্জায় ডুবল ক্যারিবিয়ান ক্রিকেট। এদিন প্রথমে ব্যাট করে ৪৩.৫ ওভারে মাত্র ১৮১ রানেই অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডার দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন। পাল্টা ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ৩ উইকেটে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে নেয় স্কটল্যান্ড। গ্রুপ পর্বে জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছিলেন ক্যারিবিয়ানরা। কোনও পয়েন্ট ছাড়াই সুপার সিক্সে উঠেছিলেন হোল্ডাররা। মূলপর্বের আশা জিইয়ে রাখতে গেলে স্কটিশদের বিরুদ্ধে জিততেই হত। কিন্তু হারের পর সুপার সিক্সের বাকি দু’টি ম্যাচ ক্যারিবিয়ানদের কাছে এখন শুধুই নিয়মরক্ষার।

আরও পড়ুন-ডুরান্ডে ডার্বি হতে পারে ১২ অগাস্ট

Latest article