নয়াদিল্লি : গত বছর টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। এবার প্যারিস অলিম্পিকেরও সোনা জেতাই লক্ষ্য নীরজ চোপড়ার (Neeraj Chopra)। ২০২৪ সালে প্যারিসে বসছে পরের অলিম্পিকের আসর। এক সাক্ষাৎকারে নীরজ বলেন, ‘‘হাতে এখনও দুটো বছর সময় আছে। আরও একটা অলিম্পিক সোনার জন্য আমি নিজের একশো শতাংশ দেব। তবে রেজাল্ট তো আমাদের হাতে নেই। উসেইন বোল্ট, মাইকেল ফেল্পসের মতো কিংবদন্তিরা একাধিক অলিম্পিকে সোনা জিতেছেন। কিন্তু ওঁরাও ব্যর্থ হয়েছেন। তাই নিজেকে চাপে ফেলতে চাই না।’’ নীরজ আরও বলেন, ‘‘৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে চাই। এটাই আপাতত আমার লক্ষ্য।’’ প্রসঙ্গত, টোকিওতে ৮৭.৫৮ মিটার ছুঁডে় সোনা জিতেছিলেন নীরজ (Neeraj Chopra)। তবে তাঁর সেরা পারফরম্যান্স ৮৮.০৭ মিটার।
আরও পড়ুন: সামরিক মানবহীন স্থলবাহন: প্রযুক্তির হাত ধরে ভারতীয় সৈন্যদের এক অনন্য প্রাপ্তি