আমেদাবাদ, ৩০ মে : ১৪ বছরে যা হয়নি, আইপিএলের পঞ্চদশ বর্ষে এসে সেটাই করে দেখালেন আশিস নেহরা। প্রথম ভারতীয় হেড কোচ হিসাবে জিতলেন আইপিএল ট্রফি। এর আগে যাঁরা কোচ হিসাবে টুর্নামেন্ট জিতেছেন, তাঁরা সবাই বিদেশি। পরপর নাম আসবে শ্যেন ওয়ার্ন, ড্যারেন লেম্যান, রিকি পন্টিং, ট্রেভর বেলিস, টম মুডি, স্টিফেন ফ্লেমিং, জন রাইট ও মাহেলা জয়বর্ধনের। এঁদের মধ্যে চারবার সিএসকের হয়ে আইপিএল জিতেছেন ফ্লেমিং।
আরও পড়ুন-৯৬ ঘণ্টা পর মৃত সন্তানকে চোখের জলে বিদায়, নদীতে আটকে গেল হাতি
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন জয়বর্ধনে। এবার দু’জনের দলই প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে। নেহরা প্রথমবার হেড কোচ হয়েই সাফল্য পেলেন গুজরাট টাইটানসের হয়ে। দল হিসাবে গুজরাটও এই প্রথম আইপিএলে অংশ নিল। এছাড়াও নেহরা সেই এলিট লিস্টে নাম তুললেন, যেখানে কেউ প্লেয়ার ও কোচ হিসাবে আইপিএল জিতেছেন। তাঁর আগে এই কীর্তি রয়েছে পন্টিং, লেমান ও ওয়ার্নের। বাঁহাতি নেহরা ২০১৬-তে হায়দরাবাদের হয়ে টুর্নামেন্ট জিতেছিলেন। গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া তাঁদের এই জয়ে কৃতিত্ব দিয়েছেন কোচ নেহরাকে। তাঁর পরামর্শেই বোলার হার্দিক এবার বল হাতে নজর কেড়েছেন।
আরও পড়ুন-মতুয়া ভোট পড়বে তৃণমূল কংগ্রেসেই
হার্দিক এটাও বলেছেন যে, তাঁর থেকে সেরা ক্রিকেট বের করে আনতে পেরেছেন নেহরা। ৪৩ বছরের নেহরা ভারতের হয়ে ১৭টি টেস্ট, ২৭টি টি-২০ ও ১২০টি একদিনের ম্যাচ খেলেছেন। ক্রিকেট জীবনে অসাধারণ সুইং বোলার হিসেবে পরিচিতি পেয়েছিলেন দিল্লির এই বাঁহাতি সিমার। ভারতীয় দলের হয়ে অনেক সাফল্য আছে তাঁর। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন নেহরা। শেষ টেস্ট ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে। নেহরা ২০১১-তে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেও ছিলেন। তবে চোটের জন্য ফাইনালে খেলতে পারেননি।