৯৬ ঘণ্টা পর মৃত সন্তানকে চোখের জলে বিদায়, নদীতে আটকে গেল হাতি

তিস্তানদীতে আটকে পড়ল দলছুট একটি হাতি। সোমবার সকালে চেংমারি এলাকার বাসিন্দারা প্রতিদিনের মতো মাছ ধরতে তিস্তা নদীতে যান।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : তিস্তানদীতে আটকে পড়ল দলছুট একটি হাতি। সোমবার সকালে চেংমারি এলাকার বাসিন্দারা প্রতিদিনের মতো মাছ ধরতে তিস্তা নদীতে যান। সেখানে গিয়েই তাঁরা নদীর মাঝ বরাবর জায়গায় হাতিটিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা বন দফতরে খবর দেন। খবর পেয়ে বৈকুণ্ঠপুর বন বিভাগের এডিএফও মঞ্জুলা তির্কি, আপালচাঁদ রেঞ্জার-সহ অন্যান্য বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে আসেন।

আরও পড়ুন-মতুয়া ভোট পড়বে তৃণমূল কংগ্রেসেই

বন দফতরের প্রাথমিকভাবে অনুমান, আপালচাঁদ জঙ্গল থেকে হাতিটি খাবার খোঁজে বেরিয়েছিল। রাতে পাহাড়ে বৃষ্টি হওয়ায় নদীর জল বেড়ে যায় তার ফলেই নদী পাড় হতে পারে নি হাতিটি। হাতিটির পেছনের দুটি পায়েই সমস্যা লক্ষ্য করেছেন বনকর্মীরা। হাতিটিকে নজরে রাখা হচ্ছে। জল কমলে যদি হাতিটি নিজেই জঙ্গলে ফিরে যেতে পারে তো ভাল, না হলে ড্রাইভ করে জঙ্গলে নিয়ে যাওয়া হবে। হাতিটির চিকিৎসা হবে বলে জানিয়েছেন বৈকুণ্ঠপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বনাধিকারিক বিকাশ ভি।

Latest article